দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ আগস্ট: স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন উপলক্ষে, দেশ ব্যাপী “অমৃত-মহোৎসব” পালনের লক্ষে, জেলার কৃষকদের নিয়ে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড এলাকায় “প্রগতিশীল কৃষক প্রশিক্ষণ কর্মসূচির” আয়োজিত হয়েছে। এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় ৫০ জন প্রগতিশীল কৃষক অংশগ্রহণ করেছেন। স্থায়ী কৃষি ব্যবস্থা, কৃষি ক্ষেত্রে দূষণ নিয়ন্ত্রণ, ভারতীয় কৃষকদের আয় দ্বিগুণ করা প্রভৃতি বিষয়গুলি এই প্রশিক্ষণ শিবিরে আলোচিত হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রামীণ কৃষকদের আয় দ্বিগুণ করা, আত্মনির্ভর ভারত (Vocal for Local), কৃষিক্ষেত্রে দূষণ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে এই শিবিরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভারতীয় কৃষকদের দ্বারা পরিচালিত সমবায় সংস্থা (ইফকো)-র কৃষিক্ষেত্রে ন্যানো প্রযুক্তির ব্যবহার সম্পর্কেও আলোচনা করা হয়েছে। শিবিরের শেষে উপস্থিত সকলের হাতে একটি করে আম গাছের চারা ও সব্জির বীজ তুলে দেওয়া হয়।