দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: জল কমেছে অনেকটাই। মাঝেমধ্যে বৃষ্টি হলেও, আপাতভাবে রোদ ঝলমলে আবহাওয়া। তা সত্ত্বেও, বানভাসি ঘাটালের বাসিন্দাদের দুর্ভোগ কমেনি এখনও! পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এলাকা এবং ঘাটাল পৌরসভার ১৭ টি ওয়ার্ডের ১১ টি ওয়ার্ড এখনও জলমগ্ন। ফলে টানা জলবন্দি অবস্থায় পড়ে প্রবল দুর্ভোগের মধ্যে এলাকাবাসী। সঙ্গে বাড়ছে রোগ-জ্বালার প্রকোপ। চামড়ার রোগ থেকে জ্বর-সর্দি, ডায়ারিয়া সবকিছুই হচ্ছে! দুয়ারে পৌঁছনোর চেষ্টা করছেন স্বাস্থ্যকর্মী’রা। ওষুধ নেওয়ার প্রবল হুড়োহুড়ি! এর মধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হচ্ছে। এসব নিয়েই আছে ঘাটাল।
উল্লেখ্য যে, ঘাটাল ব্লকের মনসুকা ১, মনসুকা ২, আজবনগর, দেওয়ানচক ১, দেওয়ানচক ২, মোহনপুর, বীরসিংহ, সুলতানপুর গ্রাম পঞ্চায়েত এবং দাসপুরের নাড়াজোল, রাজনগর গ্রাম পঞ্চায়েত সহ মোট ১০ টি জলবন্দি এলাকার পরিস্থিতি নিতান্তই খারাপ। পাশাপাশি, ঘাটাল পৌরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১১ টি ওয়ার্ড এখনও জলমগ্ন। তবে, জল ধীরে ধীরে নামতে শুরু করেছে বলে দাবি প্রশাসনের। যদিও এখনও ঘাটালে খাদ্য ও পানীয় জলের সংকট আছে। চলছে ত্রাণ শিবির। এনডিআরএফ-কে দিয়ে ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে বিভিন্ন এলাকায়। দুয়ারে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে বলে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস। তবে, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আরও ৪-৫ দিন লাগবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্তারা।