দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ আগস্ট: পশ্চিম মেদিনীপুরে এক তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই যুবক’কে। ওই তরুণী সামান্য মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। ১৭ বছরের ওই তরুণীর মা অভিযোগ করেছেন, ওই দুই যুবক মদ্যপ ছিল! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত কোন্নগর এলাকায়। রবিবার রাতে দুই মদ্যপ যুবক ওই তরুণী’কে একা পেয়ে ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ। কিন্তু, তরুণী’র চিৎকারে বাড়ির লোকেরা পৌঁছে যাওয়ায় ধর্ষণ করতে পারেনা, শারীরিকভাবে নিগ্রহ বা শ্লীলতাহানি করে ওই দুই যুবক চম্পট দেয়! তরুণীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের ঘাটাল মহকুমা আদালতে তোলা হয় বলে জানা গেছে।

thebengalpost.in
ওই তরুণী’র মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে আদালতে তোলা হয় দুই যুবক-কে :

পরিবারের অভিযোগ অনুযায়ী, ১৭ বছরের ওই তরুণী তার বাড়ির সামনের ভ্যাট বা আবর্জনা স্তূপে নোংরা ফেলতে গিয়েছিলেন রবিবার রাতের দিকে। ওই তরুণী সামান্য মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন তাঁর বাড়ির লোকজন। সেই সুযোগ নেওয়ারই চেষ্টা করে পাশাপাশি এলাকার দুই মদ্যপ যুবক। তরুণী যখন নোংরা ফেলে ফিরে আসে, তখনই তার মুখে চাপা দিয়ে, নিজেদের গাড়িতে তোলার চেষ্টা করে এবং শ্লীলতাহানি করে ওই দুই যুবক। এরপর, তরুণী’র চিৎকারে বাড়ি থেকে ছুটে আসেন তার দিদিমা এবং মামা। ওই দুই যুবক তরুণীর দিদিমা এবং মামাকেও মারধর করে বলে অভিযোগ। এরপর, আশেপাশের লোকজন এসে দুই যুবককে হাতেনাতে ধরে ফেলে এবং ঘাটাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তরুণী’র মা জানিয়েছেন, “ওদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আর যেন কোনো মেয়ের সাথে এরকম করার সাহস না পায়!” তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘাটাল থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং সোমবার ওই দুই অভিযুক্ত যুবককে ঘাটাল মহকুমা আদালতে তোলা হয়।