দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি ও খাদ্য দুই স্থায়ী সমিতির কমিটি-তে নতুন দুই সদস্য এলেন। কৃষি, সেচ ও সমবায় স্থায়ী সমিতিতে এলেন গড়বেতা- ২ নং এর চন্দন সাহা। অপরদিকে, খাদ্য স্থায়ী সমিতিতে এলেন ডেবরা’র মুনমুন সেন মন্ডল। যথাক্রমে, রমাপ্রসাদ গিরি ও অমূল্য মাইতি’র ছেড়ে যাওয়া জায়গায় তাঁরা দু’জন এলেন। রমাপ্রসাদ ও অমূল্য দু’জনই এই দুই স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। কিন্তু, বিজেপি-তে যোগদানের পর দু’জনই পদত্যাগ করেছিলেন। তাঁদের পদত্যাগ গৃহীত-ও হয়েছিল। বৃহস্পতিবার জেলা পরিষদে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর তাঁদের জায়গায় এলেন যথাক্রমে চন্দন ও মুনমুন।
বৃহস্পতিবার জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সহ সভাধিপতি অজিত মাইতি সহ বাকি কর্মাধ্যক্ষ ও সদস্যদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, সচিব মনমোহন ভট্টাচার্য-ও। বৈঠকে কৃষি স্থায়ী সমিতিতে চন্দন সাহা’র নাম প্রস্তাব করেন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল গিরি। সমর্থন জানান জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র। অপরদিকে, খাদ্য স্থায়ী সমিতিতে মুনমুনের নাম প্রস্তাব করেন শিশু ও নারীকল্যাণ কর্মাধ্যক্ষ প্রতিভা মাইতি। সমর্থন জানান মমতা মুর্মু। তবে, ওই দুই স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন করা হয়নি। ওই দুই স্থায়ী সমিতির সদস্য’রা (৫ জন করে সদস্য আছেন) নিজেদের মধ্যে বৈঠকে তা স্থির করবেন বলে জানিয়েছেন জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি। যদিও, বিশেষ সূত্রে জানা গেছে, কৃষি কর্মাধ্যক্ষ হিসেবে গোয়ালতোড়ের (গড়বেতা- ২ নং) চন্দন সাহা অনেকটাই এগিয়ে আছেন। অন্যদিকে, খাদ্য কর্মাধ্যক্ষ হিসেবে লড়াই ডেবরা’র মুনমুন সেন মন্ডল ও কণিকা মান্ডি’র মধ্যে!