দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৫ আগস্ট: পুজোর পর রাজ্যে খুলতে চলেছে স্কুল-কলেজ। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৫ আগস্ট) নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “পুজোর ছুটির পর (After the Puja Vacation) আমরা স্কুল কলেজ খোলার বিষয়ে চিন্তা ভাবনা করছি। একদিন ছাড়া (অল্টারনেটিভ ডে) স্কুল-কলেজ খোলা হতে পারে।” তবে, সবটাই যে আগামীদিনে’র পরিস্থিতির উপর নির্ভর করবে তা জানিয়েছেন তিনি।

thebengalpost.in
নবান্নে সাংবাদিক বৈঠক :

উল্লেখ্য যে, নবান্নে আজ কোভিডের তৃতীয় ঢেউ মোকাবিলা সংক্রান্ত গ্লোবাল অ্যাডভাইসরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই কমিটির নেতৃত্বে আছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডঃ জিষ্ণু দাস, জেভিয়ার প্রসাদ রাও, সিদ্ধার্থ দুবে, ডঃ সুকুমার মুখার্জি, অধ্যাপক অভিজিৎ চৌধুরী প্রমুখ। মুখ্যমন্ত্রী’র সঙ্গে এই কমিটির বৈঠকের পর জানানো হয়, রাজ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে, পরিস্থিতি’র উপর নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তাঁকে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “পুজোর ছুটি’র পর, একদিন অন্তর স্কুল খোলার কথা ভাবা হচ্ছে।”