দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে! শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শ্বশুরবাড়ির দাবি ‘আত্মহত্যা’! মারধরের পর শ্বাসরোধ করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, অভিযোগ মৃতার বাপের বাড়ির লোকজনদের। ঘটনাটি কেশিয়াড়ি থানার খেজুরকুঠি এলাকার। মৃতার নাম মঞ্জু পন্ডা ভট্টাচার্য (৩৫)। মঙ্গলবার বোনকে খুন করার লিখিত অভিযোগ (FIR) দায়ের করেছেন দাদা গোপাল পন্ডা।

thebengalpost.in
মৃতা মঞ্জু পন্ডা (৩৫) :

thebengalpost.in
মৃতার দাদা ও দিদি :

জানা গিয়েছে, প্রায় বছর চারেক আগে কেশিয়াড়ি এলাকার অপরেশ ভট্টাচার্যের সঙ্গে বিয়ে হয়েছিল খাকুড়দা এলাকার (গুড়তলা) মঞ্জু পন্ডা’র। এটা ছিল অপরেশের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী-এর মৃত্যু হয়েছিল দুর্ঘটনায়, জানিয়েছেন অপরেশের ভাই রাজকুমার। প্রথম পক্ষের একটি মেয়ে আছে অপরেশের। এদিকে, দ্বিতীয় স্ত্রী মঞ্জু’র ছেলে হয়। দুই সন্তানকে নিয়েই সংসার চলছিল মঞ্জু-অপরেশের। তবে, বিয়ের পর থেকেই মঞ্জুর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো শ্বশুরবাড়ির লোক, এমনটাই অভিযোগ মঞ্জু’র বাপের বাড়ির লোকেদের। দেনাপাওনা ও সাংসারিক কাজকর্ম নিয়েই মঞ্জু’র উপর পাশবিক অত্যাচার করা হত বলে জানিয়েছেন মঞ্জু’র দাদা গোপাল পন্ডা। এদিকে, সোমবার দুপুরে প্রথম পক্ষের শ্বশুরবাড়ি (সেখানে আত্মীয় বিয়োগ হওয়ার কারণে) যাওয়া নিয়ে স্বামী-স্ত্রী’র মধ্যে অশান্তি হয় বলে জানিয়েছেন অপরেশের বাড়ির লোকই। এরপর, সকলে আত্মীয় বাড়িতে চলে গেলে প্রায় ফাঁকা বাড়িতে মঞ্জু আত্মহত্যা করে বলে জানিয়েছেন অপরেশের ভাই রাজকুমার। সন্ধ্যায় বাড়িতে পৌঁছে ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন! তবে বাপের বাড়ির লোকজনের অভিযোগ, দেনাপাওনা নিয়ে শ্বশুর-শ্বাশুড়ি সহ শ্বশুরবাড়ির লোকজন মারধর করত। এদিনও শ্বাসরোধ করে খুন করে, তারপরে ঝুলিয়ে দেওয়া হয় বলে তাদের অভিযোগ। মঙ্গলবার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কেশিয়াড়ি থানার পুলিশ।

thebengalpost.in
কেশিয়াড়ি থানা :