দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৯ জুলাই: দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা বুধবারের থেকে সামান্য কমলেও, এখনও তা রয়েছে চল্লিশ হাজারের ওপরেই! বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ হাজার ৫০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার এই সংখ্যাটা ছিলো ৪৩ হাজার ৬৫৪। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৬৪০ জন। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩৮ হাজার ৪৬৫ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৩ হাজার ৮৪০ জন। গত ২৪ ঘন্টায় দেশে ১৭ লক্ষ ২৮ হাজার ৭৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে দেশে।
এদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮১৫ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৬৬২। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় বেড়েছে মৃত্যুর সংখ্যাও। করোনার কারণে গত একদিনে প্রাণ হারিয়েছেন ১৪ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ১০। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৫ হাজার ৭৭৩। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮১১ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.০৭ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৩৭০ জন। গত ২৪ ঘন্টায় ৪৫ হাজার ১২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার আয়ুশ হাসপাতালে করোনা টেস্ট বন্ধ থাকায় হয়রানির শিকার সাধারণ মানুষ। মেডিক্যাল কলেজেও টেস্টের পরিমাণ কমেছে। ফলে, জেলায় গত তিনদিনে মোট করোনা সংক্রমিতের সংখ্যা মাত্র ৫৪ জন! এই পরিসংখ্যান টেস্ট কমার জন্যই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।