দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: একরাতের নাগাড়ে বৃষ্টিতে দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর শাখার খড়গপুর+হাওড়া রেল লাইনে ব্যাপক ধস! অল্পের জন্য রক্ষা পেল একাধিক ট্রেন। খড়্গপুর থেকে হাওড়াগামী রেললাইনের তলা থেকে মাটি ধসে গিয়েছে। ঘটনাটি ঘটেছে খড়্গপুর শহরেই হাতিগোলা সেতুর কাছে। এই রেললাইন দিয়েই একাধিক মালগাড়ি যাতায়াত করে বলে জানা গেছে। যদিও সকালের এই ঘটনার সময়, ওই রেললাইনে ট্রেন না থাকায় স্বস্তি পেয়েছে রেল কর্তৃপক্ষ। এদিকে, ওই রেল লাইনের মধ্যে থাকা একাধিক বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। তার ফলে, মাটি ধসে পড়ে যাচ্ছে রেললাইনের তলা থেকে। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। এলাকার পরপর দুটি ট্র্যাকে সমস্ত ট্রেন যাতায়াত বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

thebengalpost.in
ধস রেল লাইনে :

thebengalpost.in
বাঁচল বহু ট্রেন :

অপরদিকে, গোটা খড়্গপুর স্টেশনই প্রায় জলের তলায় চলে গেছে গতকাল রাতের প্রবল বর্ষণের ফলে। বিভিন্ন লাইনে উপড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি। ফলে সকাল থেকে একাধিক ট্রেন ও ট্রাম বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে রেলের তরফে। অন্যদিকে, আজ ও আগামীকাল প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে, খড়্গপুর-হাওড়া ট্রেন চলাচল যে আরও ব্যাহত হবে, তা বলাই বাহুল্য!

thebengalpost.in
জলের তলায় স্টেশন :