মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৩ জুলাই: গত চব্বিশ ঘণ্টায় রাজ্যের সাথে তাল মিলিয়ে পশ্চিম মেদিনীপুরেও সামান্য বাড়লো দৈনিক করোনা সংক্রমণ। গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৮৪২ জন (বৃহস্পতিবারের রিপোর্টে সংক্রমিত ছিলেন ৭৯৩ জন)। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের শুক্রবারের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ৩১ জন। বুধবার ও বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল যথাক্রমে ১৯ ও ২০। গত চব্বিশ ঘণ্টায় যে ৩১ জন করোনা সংক্রমিত হয়েছেন, তার মধ্যে আরটি-পিসিআর অনুযায়ী ১৩ জন, ট্রুন্যাট অনুযায়ী ১২ জন এবং অ্যান্টিজেন অনুযায়ী ৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। গত চব্বিশ ঘণ্টায় সংক্রমণ বেড়েছে মেদিনীপুর ও খড়্গপুরেও। মেদিনীপুরে ১১ জন ও খড়্গপুরে ৯ জন করোনা সংক্রমিত হয়েছেন। মেদিনীপুর শহরকে কেন্দ্র করে যে ১১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে গত চব্বিশ ঘণ্টায়, তাদের মধ্যে মহতাবপুরে ২ জন এবং রবীন্দ্র নগর, হাতারমাঠ, লাইব্রেরী রোড, নেতাজি নগর, ক্ষুদিরাম নগর, তাঁতিগেড়িয়ায় ১ জন করে সংক্রমিত হয়েছেন। এছাড়াও, মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। কোতোয়ালী থানার অধীন পাচরা (সদর ব্লক) তে ১ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। খড়্গপুরে করোনা আক্রান্ত হয়েছেন ৯ জন। এর মধ্যে, রেল সূত্রে ৪ জন, হিজলীতে ২ জন, গেট বাজারে ১ জন, পাপরআড়াতে ১ জন এবং গ্রামীণ এলাকায় ১ জন করোনা সংক্রমিত হয়েছেন। এছাড়াও, গড়বেতার ৩ টি ব্লক মিলিয়ে ৪ জন (নয়াবসত, নলপা, সি.কে.রোড, নবকোলা) করোনা সংক্রমিত হয়েছেন। অন্যদিকে, শালবনী ব্লকে (পুকুরিয়াশোল) ১ জন, সবংয়ে ১ জন, পিংলায় ১ জন এবং বেলদায় ২ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। ঘাটাল মহকুমার দাসপুরে ২ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে গত চব্বিশ ঘণ্টায়।

thebengalpost.in
শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে সৌন্দর্যায়ন :

thebengalpost.in
শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে সৌন্দর্যায়ন :

এদিকে, গত কয়েকদিনে ঘাটাল, খড়্গপুর ও শালবনীর কিছু জায়গায় সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে, গতকাল (বৃহস্পতিবার) থেকে আগামী মঙ্গলবার (২৭ জুলাই) পর্যন্ত এইসব এলাকার কিছু কিছু জায়গা গন্ডীবদ্ধ করা হয়েছে। মাইক্রো কনটেনমেন্ট জোনের অধীনে থাকা এই সমস্ত এলাকায় জরুরি পরিষেবা ছাড়া সবকিছুই বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জেলাশাসক ডঃ রশ্মি কমল। ঘাটালের সুলতানপুর মাঝিপাড়ার কয়েকটি বাড়ি, দাসপুর ২ নং এর কিছু এলাকা, খড়্গপুর শহরের খরিদা বাজার, পুরাতন বাজার, নিউ ডেপলেপমেন্টের কিছু এলাকাকে গন্ডীবদ্ধ করা হয়েছে। অপ, শালবনীতে ভাবরিগেড়িয়া গ্রামের কিছু অংশ মাইক্রো কনটেনমেন্ট জোনের অধীনে এসেছে আগামী ২৭ শে জুলাই পর্যন্ত। এর মধ্যেই, শালবনী বাসীর জন্য খুশির খবর হলো, শালবনী রুরাল হাসপাতালের নতুন সুপার তথা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ (BMOH) এর নেতৃত্বে, সম্পূর্ণ নতুন সাজে সেজে উঠছে হাসপাতাল চত্বর। হাসপাতালের প্রবেশপথ থেকে শুরু করে হাসপাতাল প্রাঙ্গণে সৌন্দর্যের ছোঁয়া লেগেছে! নতুন গেট তৈরি হয়েছে, বাগান তৈরির কাজ চলছে সঙ্গে হাসপাতাল জুড়ে নতুন রং ও পটচিত্রের আদলে নক্সার কাজও চলছে। হাসপাতালে প্রবেশ করার পর, রোগী ও পরিজনদের সুবিধার্থে দিকনির্দেশিকা বোর্ড লাগানো হয়েছে। এছাড়াও, চিকিৎসা সংক্রান্ত একাধিক পরিষেবা নতুন করে শুরু করা হয়েছে বলেও জানা গেছে। সুপার স্পেশালিটি’র চিকিৎসকদের দিয়ে আউটডোর পরিষেবা, প্রসূতি মায়েদের জন্য বিভিন্ন পরিষেবা চালু করা হয়েছে। জেলার একমাত্র স্বাস্থ্যকেন্দ্র হিসেবে এখানেই একটি স্বেচ্ছাসেবী সংস্থার (ছত্রছায়া) সহায়তায় ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষের জন্য টিফিন ও জলের ব্যবস্থাও করা হয়েছে। শালবনীর সুপার তথা বিএমওএইচ ডাঃ মনোজিৎ বিশ্বাস জানিয়েছেন, “সকলের সহযোগিতা ছাড়া সম্ভব হতো না! মাননীয়া জেলাশাসক ডঃ রশ্মি কমল এবং জেলা স্বাস্থ্য দপ্তরের পরামর্শ অনুযায়ী, চেষ্টা করছি সাধারণ মানুষকে সঠিক পরিষেবাটুকু দিতে এবং যতটা সম্ভব হাসপাতালের মানোন্নয়ন ঘটাতে।”

thebengalpost.in
হাসপাতালে দিকনির্দেশিকা :