দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুলাই: ফের “ভুয়ো”! এবার মেদিনীপুর শহরে। পুলিশ কর্মী পরিচয় দিয়ে পুলিশে চাকরি করে দেওয়ার নাম করে ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হলো মেদিনীপুর শহরেরই এক যুবককে। শুক্রবার কোতোয়ালী থানার পুলিশ অভিযুক্ত যুবক অরিন্দম দে বক্সী’কে গ্রেপ্তার করে। সূত্রের খবর অনুযায়ী, সাত্যকি লোহার নামে বছর ২০ ‘র এক যুবকের সঙ্গে সকালে মাঠে (জামতলার মাঠে) হাঁটতে গিয়ে পরিচয় হয় অরিন্দমের। সেখানেই নিজেকে পুলিশ বলে পরিচয় দেয় আপাত ভদ্র ও মিশুকে স্বভাবের অরিন্দম। এরপর, বাড়িতেও যাতায়াত শুরু হয়। সেই সুযোগ নিয়েই সাত্যকী’কে পুলিশে চাকরি করে দেওয়ার কথা বলে ৮০ হাজার টাকা নিয়ে নেয় তার পরিবারের কাছ থেকে। এরপর, দীর্ঘদিন চাকরি না হওয়ায়, গত সপ্তাহে কোতোয়ালী থানায় এফ আই আর (FIR) দায়ের করে সাত্যকী’র মা কাকলি দাস (লোহার)। সেই অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানার পুলিশ শুক্রবার অভিযুক্ত অরিন্দম’কে গ্রেপ্তার করে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।

thebengalpost.in
প্রতারণার অভিযোগে যুবককে গ্রেফতার করলো কোতোয়ালী থানার পুলিশ (ফাইল ছবি) :

সাত্যকী’র মা কাকলি দাসের অভিযোগ অনুযায়ী, “আমার ছেলের সাথে পরিচয় হওয়ার পর, আমাদের বাড়িতেও যাতায়াত শুরু হয় অরিন্দমের। ব্যবহার অত্যন্ত ভালো ছিল। একবারের জন্যও সন্দেহ হয়নি! কিন্তু, এভাবে প্রতারণা করবে বুঝতে পারিনি।” কাকলি এও জানান, সম্প্রতি তাঁর পিতৃবিয়োগ হওয়ার পর বাপের বাড়িতেই আছেন। এদিকে, ছেলেরও চাকরি না হওয়ায় দুঃশ্চিন্তায় পড়েন। তারপরই, পুলিশের দ্বারস্থ হওয়ার ভাবেন। অভিযুক্ত অরিন্দমের বাড়ি শহরের ভোলাময়রার চকে বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে পুলিশ অভিযোগকারিণী কাকলি’র কাছে জানতে চান, তাঁর এভাবে অর্থ দেওয়ার কারণ এবং এই বিষয়ে কোনো প্রমাণ আছে কিনা সেই বিষয়ে। তবে, পুলিশ নিশ্চিত হওয়ার পরই গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও অন্য কেউ প্রতারিত হয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।