দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১২ জুলাই: অনাড়ম্বর ভাবেই পালিত হলো রথযাত্রা উৎসব। এই নিয়ে পরপর ২ বছর কোভিডের কোপে নগর পরিক্রমা করলেন না জগন্নাথ দেব, বলভদ্র ও মাতা সুভদ্রা। মেদিনীপুর শহরের ‘রথযাত্রা উৎসব’ও পালিত হলো কোভিড বিধি মেনে এবং অনাড়ম্বর ভাবে। জগন্নাথ মন্দিরের ঠিক উল্টোদিকেই অস্থায়ী ‘মাসী বাড়ি’ তৈরি করা হলো এবারও। রথে চেপে নয়, পুরোহিতদের কোলে চেপেই মন্দির থেকে মাসী বাড়িতে প্রবেশ করলেন জগন্নাথ দেব, বলরাম দেব ও দেবী সুভদ্রা। নিয়ম মেনে রাত্রি ৮ টার মধ্যেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলো। তবে, তারপরও রাত্রি ৯ টা অবধি লাইন দিয়ে মিষ্টি কিনতে দেখা গেলো উৎসবপ্রিয় মেদিনীপুর বাসীকে। শহরের কোতবাজার, পঞ্চুরচক থেকে স্কুলবাজার সর্বত্র এই দৃশ্য দেখা গেল। লাইন দেওয়ার পরও অনেকেই মনখারাপ করে বললেন, “জিলিপি শেষ!”
প্রসঙ্গত, কোভিডের কারণেই এবারও বিধিনিষেধ আরোপ করা হয়েছে বাঙালির অন্যতম প্রিয় এই ধর্মীয় উৎসবে। পুরী থেকে মাহেশ সর্বত্র অনাড়ম্বর ভাবে পালিত হয়েছে রথযাত্রা। ব্যতিক্রম নয় মেদিনীপুরও। তাতে কি! মনের আবেগ আর আনন্দের উপর তো বিধিনিষেধ চাপানো সম্ভব নয়। তাই মেদিনীপুর বাসী রথযাত্রার সন্ধ্যায় লাইন দিয়ে মিষ্টি কিনলেন। হয়তো “ধুমধাম” নেই, “লোকারন্য” নেই, তবে “আবেগটুকু” আছে। লুকিয়ে লুকিয়ে “ভাইরাস মহাশয়” যতোই হাসুন না কেন, মানুষ তার আবেগ আর ভালোবাসা’কে বিসর্জন দিতে রাজি নন কোনোভাবেই!