দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: করোনা সংক্রমণ রুখতে বদ্ধপরিকর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ-প্রশাসন। গতকালের পর আজ (১১ জুলাই) ফের জেলা শহর মেদিনীপুরে রাত্রি ৯ টার পর অভিযান চালালো কোতোয়ালী থানার পুলিশ। মেদিনীপুর কলেজ মাঠ সহ শহরের বিভিন্ন রাস্তা ও মোড়ে অকারণে আড্ডা দেওয়া ৩৪ জনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে কোতোয়ালী থানায়। বেশিরভাগ জনকেই গ্রেপ্তার করা হতে পারে বলে সূত্রের খবর। তবে, যারা উপযুক্ত কারণ দেখাতে পারবেন, তাদের হয়তো ছেড়ে দেওয়া হবে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে, রাতে যারা শহরে হাঁটাহাঁটি করেন, তাদেরও ৯ টার মধ্যে তা শেষ করতে বলা হয়েছে। প্রসঙ্গত, আগামী ১৫ ই জুলাই পর্যন্ত রাত্রি ৯ টার পর ‘নাইট কারফিউ’ জারি আছে রাজ্য জুড়ে। জরুরি কারণ ছাড়া বাইরে বেরোনো নিষিদ্ধ করা হয়েছে। সেই সূত্র ধরে গতকাল, শনিবার মেদিনীপুর শহরে ৪৮ জনকে আটক ও পরে গ্রেফতার করা হয়েছিল। আজ, রবিবার ফের ৩৪ জনকে আটক করা হয়েছে এখনও পর্যন্ত।
অপরদিকে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩৫ জন। জেলা স্বাস্থ্য দপ্তর এর রিপোর্ট অনুযায়ী, আরটিপিসিআর টেস্টে ১১ জন, অ্যান্টিজেন টেস্টে ১৭ জন ও ট্রুন্যাটে ৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে, সর্বাধিক করোনা আক্রান্ত বেলদা ও নারায়ণগড় এলাকায়, ৯ জন। এছাড়াও, মেদিনীপুর শহরে ৬ জন (বিধাননগর, রবীন্দ্র নগর, পাটনা বাজার, হবিবপুর, পুলিশ লাইন, কোতোয়ালী); খড়্গপুর শহরে ৩ জন (রেল, সালুয়া, মালঞ্চ) এবং ঘাটাল মহকুমায় ৪ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। অপরদিকে, দাঁতনে ৩ জন, গড়বেতায় ৩ জন এবং কেশপুর, কেশিয়াড়ি, সবং, পিংলা, ডেবরা ও শালবনীতে ১ জন করে করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়।