দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: এই মুহূর্তে রাজ্যের মধ্যে সংক্রমণে শীর্ষে পশ্চিম মেদিনীপুর জেলা। তাই, জেলায় সংক্রমণ রুখতে তৎপর জেলা প্রশাসন। গত ৬ ই জুলাই মেদিনীপুর ও খড়্গপুর শহরের বেশ কিছু ওয়ার্ড সহ জেলার আরও ৪ টি এলাকার (গড়বেতা ৩ নং, বেলদা নারায়ণগড়, ঘাটাল ও কেশিয়াড়ি) সংক্রমিত অংশ গন্ডীবদ্ধ করা হয়েছে। আজ জেলাশাসক ডঃ রশ্মি কমলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলার আরও দুটি এলাকাকে “মাইক্রো কনটেনমেন্ট জোন” হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটি হল- মেদিনীপুর পৌরসভার দুটি ওয়ার্ডের বেশ কিছু অংশ এবং অপরটি হলো ঘাটাল ব্লকের কিছু অংশ। আগামী ১১ ই জুলাই থেকে ১৬ ই জুলাই পর্যন্ত এই এলাকাগুলি গণ্ডীবদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগে মেদিনীপুর শহরের ১, ২, ৪ ও ১৯ নং ওয়ার্ড মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে। আজকের নির্দেশিকা অনুযায়ী, ৩ নং ওয়ার্ডের দেশবন্ধু নগর, সুকান্তপল্লী, উদয় পল্লী, জেলপুকুর পাড় এবং সিপাই বাজার’কে গন্ডীবদ্ধ করা হচ্ছে। অপরদিকে, ২৪ নং ওয়ার্ডের বৈশাখীপল্লী, ঝর্ণাডাঙা, সূর্যনগর, নিবেদিতা পল্লী ও ইন্দিরা পল্লী’কে গন্ডীবদ্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, ঘাটাল মহকুমার ঘাটাল ব্লকের হরিদাসপুর গ্রাম ও ঘোলা বাজার এলাকার বিস্তীর্ণ অংশ মাইক্রো কনটেনমেন্ট জোনের আওতায় এসেছে। এই সব এলাকায় জরুরি পরিষেবা ছাড়া সবকিছুই বন্ধ থাকবে। এমার্জেন্সি অফিস ও স্বাস্থ্য পরিষেবা চালু থাকলেও, এই এলাকার বাসিন্দারা কোনও অফিস বা কাজে বাইরে যেতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামী ১১ ই জুলাই থেকে ১৬ ই জুলাই পর্যন্ত এই এলাকাগুলি গণ্ডীবদ্ধ থাকবে বলেও জানানো হয়েছে।