দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৩ জুলাই: করোনা যুদ্ধে ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে ভারত। দেশজুড়ে চলা টিকাকরণ এবং সার্বিক সচেতনতার সুবাদেই দেশে ফের নিম্নমুখী দৈনিক সংক্রমণ। পাশাপাশি কমেছে মৃতের সংখ্যাও। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ১১১ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৪৬ হাজার ৬১৭। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৭৩৮ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৮৫৩। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লক্ষ ২ হাজার ৩৬২। গত একদিনে দেশে করোনামুক্ত হয়েছেন ৫৭ হাজার ৪৭৭ জন। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩ জন। এখনও পর্যন্ত দেশে ৩৪ কোটি ৪৬ লক্ষ ১১ হাজার ২৯১ জন টিকা পেয়েছেন।
স্বস্তি বাড়িয়ে গত একদিনে রাজ্যে কমলো দৈনিক সংক্রমণের হার। স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২২ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল হাজার ১ হাজার ৫০১ জন। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৩ জনের। যেখানে বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ২৭। রাজ্যে আপাতত মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২ হাজার ৭০৬ জন। পাশাপাশি, গত একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪০ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৭.৫১ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৭২৯ জন। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় ৫২ হাজার ১৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।