দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৯ জুন: আগামী মঙ্গলবার (৬ জুলাই) প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং বা স্কুল বাছাইয়ের বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। মঙ্গলবার (২৯ জুন) তিনি দায়িত্ব নেওয়ার পরই সাংবাদিক বৈঠক করে জানালেন, “মুখ্যমন্ত্রীর ঘোষণা মত সাড়ে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং এবং নিয়োগ প্রক্রিয়া পুজোর আগেই শেষ করা হবে। আগামী মঙ্গলবার (৬ জুলাই) পর্ষদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে, কবে থেকে কোথায় এবং কিভাবে (অনলাইন না অফলাইন) এই কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে।” প্রসঙ্গত, সাড়ে ১৬ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য সফল ১৫,২৮৪ জনের নাম প্রকাশ করা হয়েছিল বিধানসভা নির্বাচনের আগে। সফলদের মধ্যে প্রায় ৫ হাজার জন ইতিমধ্যে বিভিন্ন স্কুলে জয়েন করে গেছেন কাউন্সেলিং এর মাধ্যমে। অবশিষ্ট প্রায় সাড়ে ১০ হাজার জনের কাউন্সেলিং এবং জয়েনিং বাকি আছে। তা সম্পন্ন করা হবে পুজোর আগেই। এমনটাই জানিয়েছেন পুনরায় চেয়ারম্যান হিসাবে মনোনীত হওয়া পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য।
অপরদিকে, ২০২১ এর ৩০ শে জানুয়ারি যে “২০১৭ টেট” এর পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই রেজাল্টও পুজোর আগেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মানিক বাবু। তিনি এও জানিয়েছেন, ওয়েবসাইটে দেওয়া হবে নমুনা উত্তরপত্র (Answer Key)। এরপর, প্রকাশ করা হবে রেজাল্ট। এই টেটে সফলদের মধ্য থেকে প্রায় ৭,৫০০ জনকে নিয়োগ করা হবে ২০২২ এর মার্চের মধ্যে । মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঘোষণা মতো সেই কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন মানিক বাবু। পুরো প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে করা হবে বলে জানিয়েছেন পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্য