thebengalpost.in
বদলি হচ্ছেন খড়্গপুর টাউন থানার আইসি রাজা মুখার্জি :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৫ জুন: ফের একবার নজিরবিহীন রদবদল রাজ্য পুলিশে! একদফায় ১১০ জন পুলিশকর্মীর রদবদল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে। মূলত রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর মর্যাদার পুলিশকর্মীদের রদবদল করা হয়েছে এই দফায়। তালিকায় দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া প্রভৃতি জেলাগুলি আছে। উল্লেখযোগ্য রদবদলের মধ্যে, খড়্গপুর টাউন থানার আইসি রাজা মুখার্জি আছেন। তাঁকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় টাউন থানার নতুন আইসি হচ্ছেন বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়। বেলদা, কেশপুর, ডেবরা, ঘাটাল সহ তিনি জেলার বিভিন্ন থানায় আইসি বা ওসি (ভারপ্রাপ্ত আধিকারিক)’র দায়িত্ব পালন করেছেন ইতিমধ্যে। সম্প্রতি তিনি জেলা পুলিশের ডিইবি’তে ছিলেন। বদলি হয়েছেন, দাঁতন থানার আইসি’ও। সুব্রত মজুমদারের জায়গায় দাঁতন থানার নতুন আইসি হচ্ছেন প্রেমাশিস চট্টরাজ। তিনি মোহনপুর থানার দায়িত্বে ছিলেন। অপরদিকে, সুব্রত’কে বদলি করা হলো সুদূর দার্জিলিংয়ে।

thebengalpost.in
বদলি হচ্ছেন খড়্গপুর টাউন থানার আইসি রাজা মুখার্জি (ফাইল ছবি) :

এদিকে, ঝাড়গ্রাম জেলার তিনটি প্রধান থানা, যথাক্রমে- ঝাড়গ্রাম, বিনপুর ও বেলপাহাড়ির আইসি’দেরও বদলি হয়ে গেলো। ঝাড়গ্রাম থানার নতুন আইসি হচ্ছেন প্রণব কান্তি শাহু। বিনপুরে আইসি হচ্ছেন স্বরূপ বসাক এবং বেলপাহাড়ির আইসি হচ্ছেন বিশ্বজিৎ বিশ্বাস। অপরদিকে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার নতুন আইসি হচ্ছেন আশিস মজুমদার। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার সাইবার ক্রাইম থানার নতুন আইসি হচ্ছেন প্রশান্ত চামলিং। এছাড়াও, পুরুলিয়া, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক থানায় রদবদল করা হয়েছে। ব্যাপক রদবদল করা হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও!