দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুন: মাত্র ৩ দিনের ব্যবধানে পশ্চিম মেদিনীপুর জেলার দৈনিক করোনা সংক্রমণ ৩ গুন বৃদ্ধি পেল। গত ২০ জুন (২১ জুন সকালের রিপোর্ট অনুযায়ী) জেলায় করোনা সংক্রমিত হয়েছিলেন মাত্র ৫৫ জন। আর, আজ (২৪ জুন) সকালের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় জেলায় করোনা সংক্রমিত হলেন ১৬২ জন। গত ১১ জুনের পর সর্বাধিক সংক্রমণ! ওই দিন ১৬৯ জন সংক্রমিত হয়েছিলেন। তারপর থেকে ধারাবাহিকভাবে কমতে কমতে ১০০’র নীচে নেমে গিয়েছিল জেলার সংক্রমণ। ফের, ২১ শে জুন থেকে ২৩ শে জুন পর্যন্ত জেলায় করোনা সংক্রমিত হলেন যথাক্রমে- ১১৩, ১২৪ ও ১৬২ জন। গত ৭ দিনে মোট সংক্রমিত হয়েছেন- ৭১৪ (৮৬, ৮৪, ৯০, ৫৫, ১১৩, ১২৪, ১৬২) জন। তবে, জেলার সংক্রমণের হার বৃদ্ধিকে এখনই ‘তৃতীয় ঢেউ’ বলতে রাজি নন চিকিৎসক ও স্বাস্থ্য কর্তারা। রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী’র মতে, “বিধি-নিষেধ শিথিল হতেই বাড়ছে সংক্রমণ! কয়েকদিন না দেখে বলা সম্ভব নয় তৃতীয় ঢেউ কিনা। তবে, অবিলম্বে সচেতন না হলে আরও ভয়াবহ আকার নিতে পারে সংক্রমণ। দূরত্ব বজায় রাখা, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার চালিয়ে যেতে হবে। সচেতনতা আর ভ্যাকসিনেশন দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ।” এদিকে, গত চব্বিশ ঘণ্টায় জেলার করোনা হাসপাতাল গুলিতে মৃত্যু হয়েছে ৩ জনের।
অপরদিকে, গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর শহর ও সদর ব্লক মিলিয়ে মোট ৪০ জন করোনা সংক্রমিত হয়েছেন। তাঁতিগেড়িয়ায় একই পরিবারের ৩ জন সহ মোট ৪ জন, বাসন্তীতলায় একই পরিবারের ৪ জন, আবাসে ৩ জন, হোসনাবাদে ২ জন, হবিবপুরে ২ জন, মিত্র কম্পাউন্ডে ২ জন, শরৎপল্লীতে ২ জন, বার্জটাউনে ২ জন এবং ধর্মা, অশোকনগর, রাঙামাটি, জর্জ কোর্ট, নজরগঞ্জ, মহতাবপুর, শরৎপল্লী, কালিতেলির চক, বিবিগঞ্জ, নিমতলাচক, খাপ্রেলবাজার ও কুইকোটায় ১ জন করে ছাড়াও কোতোয়ালী থানার অধীন আরও ৩ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। অপরদিকে, সদর ব্লকের খয়েরুল্লাচকে ২ জন, মালিয়াড়ায় ১ জন, গুড়গুড়িপালে ১ জন করোনা সংক্রমিত গত চব্বিশ ঘণ্টায়। খড়্গপুরে মোট ২৫ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। এর মধ্যে- শহরে ১২, গ্রামীণ এলাকায় ৫, রেল সূত্রে ৬ এবং আইআইটি সূত্রে ৪ জন করোনা সংক্রমিত হয়েছেন। অন্যদিকে, বেলদায় ৮ জন, দাঁতনে ৬ জন, কেশিয়াড়িতে একই পরিবারের ৪ জন সহ মোট ১২ জন, ডেবরায় ৭ (মহাদেবপুর ৩, ধামতোড় ১, পলাশী ১, কাঁঠালিয়া ১, শ্রীকৃষ্ণ ১); পিংলায় ১২ (পিংলা ৪, ক্ষীরাই ২, রাতারপুর ২, জলচক ১, চন্ডীবেনিয়া ১, যশোরাজপুর ১, মালিগ্রাম ১) জন এবং সবংয়ে ৪ (বিষ্ণুপুরে ২, উত্তর মোহাড় ১, জুলকাপুর ১) জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। শালবনীর বি আর বি’তে ১ জন সহ মোট ৪ জন, গড়বেতার ৩ টি ব্লক মিলিয়ে ৬ (গড়বেতায় ৩, গোয়ালতোড়ে ৩) জন এবং কেশপুরে ১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। অপরদিকে, ঘাটাল মহকুমায় ২৩ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়।