সায়ক পন্ডা, কলকাতা, ২২ জুন: ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে জ্বালানির দাম। প্রায় প্রতি সপ্তাহেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দাম বাড়ানোর ফলে মহার্ঘ্য হয়ে উঠছে জ্বালানি। যার জেরে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের। গত ২৯ মে-তে দেশের প্রথম মেট্রো শহর হিসেবে মুম্বইতে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়েছিল। এখন সেই দাম দাঁড়িয়েছে ১০৩.৬৩ টাকায়। এখন মুম্বইতে ডিজেলের দাম ২৮ পয়সা বেড়ে হয়েছে প্রতি লিটারে ৯৫.৭২ টাকা।

thebengalpost.in
পেট্রোলের দাম উর্ধ্বমুখি :

পিছিয়ে নেই কলকাতাও। ক্রমাগত মূল্যবৃদ্ধির জেরে পেট্রোলের দাম সেঞ্চুরির দিকে এগোচ্ছে রাজ্যে। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৬ পয়সা বেড়ে হয়েছে ৯৭ টাকা ৩৮ পয়সা। অন্যদিকে ডিজেলের নতুন দাম হয়েছে ৯১ টাকা ৮ পয়সা। দেশে বেড়ে চলা জ্বালানির দাম প্রসঙ্গে, কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি বলেছেন, “মানছি জ্বালানির দামবৃদ্ধিতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। কিন্তু একবছরে ৩৫ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে করোনার ভ্যাকসিনের জন্য। এই কঠিন পরিস্থিতিতে কল্যাণমূলক প্রকল্পের জন্য আমরা অর্থ সঞ্চয় করছি।” এদিকে, মহামারীর আবহে কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। এই অবস্থায় পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব পড়েছে মধ্যবিত্তদের ঘরে। এই পরিস্থিতিতে জ্বালানির মূল্যবৃদ্ধি ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরাও।