দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুন: পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে ৩০ জন পুলিশকর্মীর বদলি হল একদিনে! শুক্রবার জেলা পুলিশ সুপার দীনেশ কুমারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ জন এস আই (Sub-Inspector of Police), ২ জন এ এস আই (Assistant Sub-Inspector of Police) এবং ৭ জন কনস্টেবল (Constable) এর রদবদল করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে এটা নিছকই একটা রুটিন বদলি।
উল্লেখযোগ্য ভাবে, ১৭ জন এস.আই যাঁরা পুলিশ লাইন হেড কোয়ার্টারে ডিউটিতে ছিলেন তাঁদের বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। ১ জনকে ডি.আই.বি তে পাঠানো হয়েছে। এছাড়াও, কয়েকটি থানাতেও রদবদল করা হয়েছে। ইতিমধ্যে, প্রতিটি থানা এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের কাছে এই নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।