দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুন: শালবনী সুপার স্পেশালিটি তথা করোনা হাসপাতাল পরিদর্শনের মাত্র ৪৮ ঘন্টার মধ্যে সুপার (Superintendent)’কে বদলি করে দেওয়া হলো কোচবিহারে! শালবনী সুপার স্পেশালিটি (বর্তমানে, করোনা হাসপাতালের)’র সুপার ডাঃ নন্দন ব্যানার্জি’কে কোচবিহারের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক (ACMOH) এবং ডিটিও (District Tuberculosis Officer) হিসেবে বদলি করা হল। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে রাজ্য স্বাস্থ্য ভবন থেকে জরুরি ভিত্তিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, শালবনী করোনা হাসপাতালের নতুন সুপার হয়ে আসছেন ডাঃ মনোজিৎ বিশ্বাস। তিনি ঘাটাল মহকুমার বিদ্যাসাগর গ্রামীণ হাসপাতাল (Vidyasagar BHPC) এর ব্লক স্বাস্থ্য আধিকারিক বা BMOH (Block Medical Officer of Health) এর দায়িত্বে ছিলেন। এবার থেকে তিনি শালবনীর (শালবনী গ্রামীণ হাসপাতালের) নতুন BMOH এর দায়িত্ব’ও পালন করবেন।

thebengalpost.in
স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি :

অপরদিকে, শালবনী গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ (BMOH) ডাঃ অভিষেক মিদ্যা’কে পাঠানো হচ্ছে বিদ্যাসাগর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ করে। যদিও, বর্তমানে ডাঃ অভিষেক মিদ্যার জায়গায় ডাঃ নবকুমার দাস শালবনীর বিএমওএইচ (BMOH) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ডাঃ নবকুমার দাস আপাততো শালবনী গ্রামীণ হাসপাতালের মেডিক্যাল অফিসার (MO) হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। উল্লেখ্য যে, মঙ্গলবার (১৫ ই জুন) শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন রাজ্যের কোভিড ওএসডি ডাঃ গোপালকৃষ্ণ ঢালি। যদিও তিনি শালবনীর বর্তমান পরিকাঠামো’তে সন্তোষ প্রকাশ করেছিলেন, তা সত্ত্বেও পরিদর্শনের ৪৮ ঘন্টার মধ্যে বদলিতে চাঞ্চল্য ছড়িয়েছে!

thebengalpost.in
শালবনী গ্রামীণ হাসপাতাল :