দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৭ জুন: বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হলো কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যার জেরে জলমগ্ন হয়ে পড়লো কলকাতার বিভিন্ন এলাকা। কলকাতার উত্তর থেকে দক্ষিণ ভারী বৃষ্টিপাত হলো সর্বত্র। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে কলকাতায়। এর ফলেই, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিটে জল জমে যায়। জলবন্দি সাদার্ন অ্যাভিনিউয়ের বেশি কিছু অংশ।
এদিকে, এখনই বৃষ্টি কমবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। পূর্বাভাসে বলা হয়েছে, পঞ্জাব থেকে বাংলা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার দরুণ বৃষ্টি হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় হবে বৃষ্টি। এছাড়াও, হাওড়া হুগলি, বাঁকুড়াতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের ৫ জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।