দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১১ জুন:দেশজুড়ে ফের কমলো দৈনিক সংক্রমণের হার। পাশাপাশি, কমেছে মৃত্যুর সংখ্যাও। বৃহস্পতিবার যে সংখ্যাটা একলাফে ৬ হাজার পেরিয়ে গিয়েছিল, শুক্রবার তা নেমে এসেছে অনেকটাই। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত হয়েছেন ৯১ হাজার ৭০২ জন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ৩৪০৩ জনের। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১১ লক্ষ ২১ হাজার ৬৭১। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ৫৮০ জন। এখনও পর্যন্ত করোনার কবল থেকে মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৭৭ লক্ষ ৯০ হাজার ৭৩ জন। পাশাপাশি দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯২ লক্ষ ৭৪ হাজার ৮২৩। ইতিমধ্যে দেশের ২৪ কোটি ৬০ লক্ষ ৮৫ হাজার ৬৪৯ জন টিকা পেয়েছেন।
এদিকে, রাজ্যেও ক্রমশ নিম্নমুখী সংক্রমণের গ্রাফ। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ২৭৪ জন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ৮৭ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬, ৬৪২। গত একদিনে সুস্থ হয়েছেন ৫ হাজার ১৭০ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৭. ৮৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৬৬ হাজার ২৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।