দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ জুন: খারাপ হয়ে যাওয়া গাড়ি সারাই করার সময় দুরন্ত গতিতে আসা একটি পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল তিন যুবকের! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার শিমুলিয়া এলাকায়। মৃত তিন ব্যক্তির নাম সোলেমান খান (২৬), শেখ রাজেশ (৩০) এবং দীপঙ্কর আহির (১৭)। তাঁদের প্রত্যেকেরই বাড়ি গড়বেতায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, বৃহস্পতিবার রাত্রি আড়াইটা-তিনটা নাগাদ চন্দ্রকোনা রোড থেকে একটি ট্রাক ঘাটালের দিকে আসছিল। ভোরবেলা শিমুলিয়ার কাছে হঠাৎই ট্রাকের যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় গাড়ি থেকে নেমে সেটি পরীক্ষা করতে যান ট্রাকে থাকা চালক, খালাসি সহ ৩ যুবক। হঠাৎই দুরন্ত গতিতে উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান ধাক্কা মারে ওই তিনজনকে। ভোররাতে নির্জন রাস্তায় দীর্ঘক্ষণ পড়ে থাকার পর, স্থানীয় লোকজন তাঁদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। কিন্তু, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসার পথেই তাঁদের মৃত্যু হয়। এই ঘটনায় শোকস্তব্ধ সারা এলাকা!