দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৩ জুন: “বর্ষা এলো বর্ষা এলো…”! নির্ধারিত দিনেই এলেন বর্ষা রাণী। পূর্বাভাস অনুযায়ী কেরল উপত্যকায় বৃহস্পতিবার (৩ রা জুন) দুপুর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, এই মরসুমে তুলনামূলক বেশি শক্তিশালী হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। পাশাপাশি, এবার, ১০১ শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা ব্যাপক বৃষ্টিপাত ঘটাবে উত্তরপূর্বের রাজ্যগুলিতে। বঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে ১২ ই জুনের আশেপাশে।

thebengalpost.in
বর্ষা এলো দেশে :

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই মরশুমে টানা ৪ মাস ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, ২০১৯ ও ২০২০-তে সারা দেশে বর্ষা ছিল স্বাভাবিক। এবারও ঠিক সেইরকম হতে চলেছে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র। আবহাওয়া দফতর প্রাথমিভাবে জানিয়েছে, এইবছর ১২ জুন পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর রাজ্যে বর্ষা এসেছিল ১১ জুন।